ভালসাদ, ৩০ জুন (হি. স.): বৃষ্টিতে বানভাসী গুজরাট। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের একাধিক এলাকা। শনিবার রাতভর বৃষ্টিতে রবিবার সকাল থেকেই জল দাঁড়িয়েছে বহু রাস্তায়। জলে ভাসছে ভালসাদের বেশকিছু এলাকা। যার জেরে স্বাভাবিকভাবেই বিপাকে সাধারণ মানুষ।
জানা গেছে, জল জমার কারণে এদিন ব্যাহত হয়েছে যান চলাচল। প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে চারিদিক। রাস্তাঘাট সব জলের তলায়। থামছে না বৃষ্টি। এ ভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীদের।