ব্রিজ টাউন, ৩০ জুন (হি.স.): টুর্নামেন্টেই ফ্লপ কোহলি সেরাটা বুঝি শেষের জন্যই জমিয়ে রেখেছিলেন। ফাইনালে দল যখন ধুঁকছিল, চওড়া ব্যাটে খেলে ৭৬ রান করে কোহলি ১৭ বছর পর দলকে শিরোপা জিততে সাহায্য করলেন। হলেন ম্যান অফ দ্যা ম্যাচ । ৫৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৬ রানের ইনিংস খেলে ইয়ানসেনের বলে বিদায় নেন।
এরপর টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতার পরই দিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন।
তিনি বলেন, ”এটি আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটাই (বিশ্বকাপ) সেই, যা আমরা অর্জন করতে চেয়েছিলাম।”