হাওড়া, ৩০ জুন (হি.স.): এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দু’নম্বর পঞ্চায়েতের মুন্সিডাঙার শেখপাড়ায়। সূত্রের খবর, ওই এলাকায় বোমাবাজি ও ইটবৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় নামানো হয়েছে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।