পূর্ব বর্ধমান, ৩০ জুন (হি.স.): আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম স্টেশন এলাকায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ নবগ্রাম স্টেশন এলাকায় ডাউন লাইনে এক ব্যক্তিকে দেখা যায়। তিনি কোনও ভাবে লাইন পার হচ্ছিলেন। সেই সময় থার্ড লাইন ধরে একটি মালগাড়ি বর্ধমান থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলীর মৃত্যু হয় এই ব্যক্তির। যদিও ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটিকে উদ্ধার করে নিয়ে গেছে জিআরপি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মৃত ব্যক্তির দেহ আপাতত রেল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
2024-06-30