কলকাতা, ২৯ জুন (হি. স.): শনিবার বারবাডোজের ফাইনালের আগে ফেবারিট বলা হচ্ছে না কাউকেই। অতীতে এই দুই দল ২৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে রোহিত শর্মার ভারত ১৪ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ১১টি। একটি ম্যাচে ফল হয়নি।
এদিকে এইডেন মারক্রাম অধীনে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচ হারার নজির নেই প্রোটিয়াদের। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ২ ম্যাচে দায়িত্ব পালন করে ২টিতেই জয় পান মারক্রাম।