ধর্মনগরে একদিনের আলোচনা সভা

ধর্মনগর, ২৯ জুন: ধর্মনগরের গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একদিনের মর্ডান ডে সেফটি ফোর উইমেন নিয়ে একদিনের আলোচনা সভা সম্পন্ন হয়।

এই আলোচনা সভা যোগদান করেন এ্যাডভোকেট বর্ষা বরাদ্দাজ, মেন্টর হিসেবে দিব্যজ্যোতি দাস এবং ধর্মনগর উইমেন পুলিশ স্টেশনের ওসি শিপ্রা দাস। 

বর্তমানে যেভাবে মেয়েদেরকে না ভাবে নির্যাতন করা হচ্ছে তা থেকে কেমন করে মেয়েরা বাজবে তা নিয়ে দীর্ঘ আলোচনা ছাত্রীদের মধ্যে সংঘটিত হয়। ডিজিটাল র‍্যাপ থেকে ছাত্রীদের রক্ষা করতে এবং ছাত্রীদের সজাগ করতে এই আলোচনায় অংশগুলি উঠে আসে। ২০১২ সালে পর দেশে পসকো আইন প্রবর্তিত হয়েছে। তার আগে সিআরপিসি বা আইপিসি দিয়ে তাদের বিচার করার ব্যবস্থা ছিল। এখন এই আইন প্রয়োগের মাধ্যমে মোট ৪২ টি ধারা প্রয়োগে এদের বিচার ব্যবস্থা সঠিক করা হয়। আধুনিক যুগে মোবাইল সামাজিক মাধ্যমে প্রভৃতিতে মেয়েরা বিভিন্নভাবে নির্যাতিত হয়। 

তাছাড়া এক ধরনের ঔষধ রয়েছে যা খাদ্যের সঙ্গে মিশিয়ে দিলে মেয়েদের বিষক্রিয়ার মাধ্যমে তারা বেহুশ হয়ে যায়। কখন মেয়েদের নানারকম ছবি তুলে ব্ল্যাকমেইলিং করা হয় তা থেকে বাঁচতে মেয়েরা কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে আলোচনা বা প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে শুধুমাত্র ছেলেরা নয়, মেয়েরাও বিভিন্নভাবে নির্যাতিত তাদেরকে বাঁচাতে যেসব আইনি প্রক্রিয়া রয়েছে তা নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বোঝানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *