আগরতলা, ২৯ জুন: শিক্ষা, স্বাস্থ্য ,কর্মসংস্থান নিয়ে দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। পাশাপাশি আজ খোয়াই জেলায় রেগা – টুয়েপে মজুরি বৃদ্ধি ও রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়েছো।
এদিনের মিছিলটি সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে বের হয়ে নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।এদিন এই মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, বাম বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম নেতৃত্ব আলয় রায়, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা সহ অন্যান্য বাম নেতৃত্বরা।
সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা বলেন, এদিন মূলত রেগা এবং টুয়েপ মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সামাজিক ভাতার ক্ষেত্রে দলবাজি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে মিছিল করা হয়েছে।