হেমন্তকে গ্রেফতার করে ভোট আদায়ের বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : মহুয়া মাজি

রাঁচি, ২৯ জুন (হি.স.): হেমন্ত সোরেনের মুক্তিতে খুশি ব্যক্ত করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি। একইসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি। মহুয়া বলেছেন, হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ভোট আদায়ের বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, জামিন পাওয়ার পর শুক্রবারই জেল থেকে বেরিয়ে এসেছেন হেমন্ত সোরেন।

এ প্রসঙ্গে শনিবার সকালে মহুয়া মাজি বলেছেন, “হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। লোকসভা নির্বাচনে তাঁর অনুপস্থিতি সত্ত্বেও, জনগণ আমাদের প্রতি সমর্থন রেখেছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রচুর উৎসাহ রয়েছে…হেমন্তের মতো জনপ্রিয় নেতাকে গ্রেফতার করে বিজেপির ভোট আদায়ের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”