আগরতলা, ২৭ জুন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসকদল। আজ বিশালগড় মন্ডলের উদ্যোগে বিভিন্ন এলাকায় মিছিল সংঘটিত করা হয়েছে।
এদিন জনৈক কর্মী জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শাসকদল ময়দানে নেমে পড়েছে। প্রত্যেক পঞ্চায়েত বিরোধী প্রার্থীদের জামানত জব্দ করার একমাত্র লক্ষ্য। বুথগুলিকে সুসংগঠিত করে তোলার লক্ষ্যে মন্ডল স্তরের কর্মকর্তাদের তোড়জোড় চলছে। পৃষ্ঠা প্রমুখদেরও তৃণমূল স্তরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত দায়িত্ব অর্পণ করা হয়েছে।