BRAKING NEWS

৬ দিনে তাপপ্রবাহে পাকিস্তানে মৃত ৫০০-র বেশি

করাচি, ২৭ জুন (হি. স.): তীব্র গরমে গত ছয়দিনে পাকিস্তানে ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে একদিনেই প্রায় দেড়শো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির অন্যতম করাচি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

পাকিস্তানের একটি অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থা বলছে, তারা করাচি শহরের মর্গে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জনের মৃতদেহ নিয়ে যায়। তবে গত ছয় দিনে তারা প্রায় ৫৬৮টি মৃতদেহ সংগ্রহ করেছে। করাচির সিভিল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালটিতে গত রবিবার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া অধিকাংশের বয়স ৬০ বা ৭০-এর কোটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *