BRAKING NEWS

লোভ ভাল না, হুঁশিয়ারি মমতার

কলকাতা, ২৭ জুন (হি. স.): আগের বৈঠকে যেভাবে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, একইরকম কড়া মেজাজে বৃহস্পতিবারও দেখা গেল তাঁকে। ছেড়ে কথা বললেন না কাউকেই। পরিষ্কার বলেই দিলেন, পুলিশ হকার বসালে তাঁকেও গ্রেফতার করা হবে, কাউন্সিলর এই কাজ করলে সে–ও গ্রেফতার হবে।

এদিন মমতা বলেন, হাতিবাগানে রাস্তা নেই। এখানে লোকাল কাউন্সিলরদের অনেক দোষ আছে। তাঁরা মনে করলেন দিয়ে দিলাম, মাসে চাঁদা পেলাম এটা হবে না। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ‍বলেন, বাঁচার অধিকারের জন্য় যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগান। মমতা এদিন দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দেন, লোভ ভাল না, লোভ সংবরণ করুন। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাচ্ছেন। আমি এটা মানি না। প্রথম থেকেই কড়া হাতে শাসন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এমন চলবে তিনি গ্রেফতার হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *