নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক পেপার ফাঁসের সুষ্ঠু তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ, দোষীদের শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আশ্বস্ত করে বলেছেন, “দেশের তরুণ প্রজন্ম যাতে নিজেদের প্রতিভা প্রদর্শনের পর্যাপ্ত সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য সরকারের নিরন্তর প্রচেষ্টারত।”
এরপরই রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “সাম্প্রতিক পেপার ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির জন্য আমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও আমরা বিভিন্ন রাজ্যে পেপার ফাঁস দেখেছি। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশব্যাপী এর জন্য একটি সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন। পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংসদ।”