নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): দিল্লি সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি.ভি আনন্দ বোস। ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতির ভবনে এসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এদিনই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা। তাঁদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।