সংস্কারের অভাবে ধনপুর বিধানসভা কেন্দ্রের তেল কাজলা রাস্তাটি বেহাল দশা

বক্সনগর, ২৭ জুন:  সংস্কারের অভাবে রাস্তা এখন মরণ ফাদে পরিণত হয়েছে।প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা। সংস্কারের নেই কোন ভূমিকা নেই প্রশাসনের উদ‍্যোগ।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, ধনপুর বিধানসভা কেন্দ্রের তেল কাজলা নিশান  মুড়া থেকে প্রায় দুই কিলোমিটার কলা খেত পর্যন্ত গ্রামীণ রাস্তাটির বেহাল দশা।এই রাস্তায় দিয়ে প্রতিনিয়ত গ্রামের মানুষ এবং রাবার বাগানে যাওয়ার জন্য চলাফেরা করছে।তাছাড়া এই রাস্তা লাগুয়া রয়েছে স্কুল  প্রতিনিয়ত সরকারি কর্মচারী এবং ছাত্র ছাএীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। বাম আমলে রাস্তাটি পরিপূর্ণভাবে করা হলেও কিন্তু দীর্ঘ পাঁচ বছর উপরে এই রাস্তাটির বেহাল দশা। রাস্তাটির নতুনত্বের কোন চিহ্ন নেই।রাস্তা থেকে পিচ ও শুকরি উঠে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে।এই রাস্তা দিয়ে ছোট বড় সব গাড়ি চলাফেরা করে।যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *