আগরতলা, ২৭ জুন: মাত্র কয়েক মাসের মধ্যেই ত্রিপুরায় শাসক জোটে ফাঁটল দেখা দিতে শুরু করেছে। রাজ্য সরকারের কাজকর্মে খুবই অসন্তোষ প্রকাশ করেছে তিপরা মথা। কারণ, সরকার অনেক ক্ষেত্রেই নেতিবাচক ভূমিকা নিয়ে কাজ করছে। আজ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন তিপরা মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল।
এদিন তিনি বলেন, ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য সরকার। ফলে পঞ্চায়েত নির্বাচনে একক শক্তিতে লড়াই করতে প্রস্তুত দল। কারণ, নির্বাচন নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তিনি ক্ষোভের সুরে বলেন, তিপরা মথা বিজেপির শরিক দল হয়েও জনগণের জন্য কোনো কাজ করতে পারছে না। তাহলে জোটে থাকার প্রয়োজন দেখছে না তিপরা মথা। তাঁর দাবি, জনগণের প্রতি দায়িত্ব ও কতর্ব্য রয়েছে তিপরা মথার।