রেলে বাঙালী যাত্রীরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন, রেলদপ্তরের নিকট যাত্রীদের নিরাপত্তা দাবি আমরা বাঙালির

আগরতলা, ২৭ জুন: রেলে বাঙালী যাত্রীরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন। তাউ যাত্রীদের নিরাপত্তা ও দোষীদের কঠোর শাস্তি প্রদানের জন্য রেলওয়ে দপ্তরের নিকট দাবি জানিয়েছে আমরা বাঙালি। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন আমরা বাঙালী দলের প্রচার সচিব দুলাল ঘোষ।

এদিন দুলাল ঘোষ বলেন, গত সোমবার  ১৩০১০ ডাউন দুন এক্সপ্রেসের নয় নং কামড়ার সংরক্ষিত আসনে অজ্ঞাত পরিচয় ধারী দুই ব্যক্তি বারাণসীতে জোর করে বৈধ যাত্রীদের আসনে বসতে চাইলে যাত্রীরা নিরাপত্তা জনিত কারণে বাধা দেয়। কিন্তু এই নিয়ে বৈধ যাত্রীদের সাথে অযথা তর্কে জড়িয়ে পড়েন এবং হুমকি দেয়। পরর্বতী সময়ে রেল স্টেশনে তাদের কারোর হাতে ছিল সাইকেলের চেইন, কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে লাঠি। আর তা দিয়েই বাঙালী যাত্রীদের উপর তীব্র আক্রমণ চালায় ও বিশ্রী ভাষায় গালিগালাজ করে।অনেকের মোবাইল ফোন ও জিনিস পত্র নিয়ে যায়। তাদের আক্রমণ থেকে ছোট শিশু ও রেহাই পায়নি। শেষ সময়ে পুলিশ আসলে আক্রমণ কারীরা গা ঢাকা দেয়। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি।

এদিন তিনি আরও বলেন,  এই ধরনের আক্রমণ  বিহারের উপর অনেক বার হয়েছে। শুধু বিহারে নয় কিছু দিন আগে উড়িষ্যা ও আরও কয়েকটি রাজ্যে ও হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *