আগরতলা, ২৭ জুন: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন স্ত্রী। আজ স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন অসহায় স্ত্রী।
ঘটনার বিবরণে টিএসআর জওয়ানের স্ত্রী জানিয়েছেন, টিএসআর ১২ নং ব্যাটেলিয়ানে কর্মরত অর্জুন বিশ্বাস ঘরে স্ত্রী দুই সন্তান রেখে বিবাহিত এক গৃহবধূ সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছেন। এই সন্তানদের ফেলে ওই গৃহবধুর সঙ্গে অভিনয়ের সম্পর্ক স্থাপন করে একসঙ্গে শহরে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এই ঘটনা জানার পর অর্জন বিশ্বাসের স্ত্রী স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানতে চাইলে তারপর থেকেই টিএসআর জওয়ান অর্জুন বিশ্বাস তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি প্রাণনাশের হুমকি দিতে থাকে। পাশাপাশি ওই গৃহবধূ অজুর্নের স্ত্রী বিনা দেবনাথকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।
অবশেষে গৃহবধূ বাধ্য হয়ে স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন।