নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ জুন: সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, মিজোরাম থেকে রাজ্যে প্রবেশ করা টিআর০৫৭৩৬ নম্বরের একটি গাড়িকে গোপন খবরের ভিত্তিতে আটক করে পুলিশ। গাড়ি থেকে ১৭ প্যাকেটে মোট ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তার পাশাপাশি গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ। একজনের নাম জাবেদ আলী(৩০), বাড়ি বক্সনগর এবং অপরজন জয়দুল হোসেন (৩০) তার বাড়িও বক্সনগর। আটককৃত নেশা সামগ্রীগুলির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে ধারণা পুলিশ। ধর্মনগর থানার পুলিশ উক্ত ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।