আগরতলা, ২৬ জুন: আজ কৈলাসহরের এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর কৈলাসহর সড়ক থেকে চৌধুরীপাড়া হয়ে উত্তর গুলধারপুর বাঁধ পর্যন্ত সড়কটি সংস্কারের কাজে হাত দেয় ঠিকেদার।
জানা গেছে টেন্ডারের মাধ্যমে ঠিকেদার ২৪ লক্ষ টাকার কাজটি পেয়েছেন। বুধবার ঠিকেদার শ্রমিক সহ রাস্তার কাজে হাত দিতেই কয়েকজন অপরিচিত যুবক কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করতে থাকে। এই ঘটনায় দুই যুবক সহ মোট চারজন আহত হয়েছেন। তারমধ্যে সন্তোষ সিনহা ও আব্দুল রূপ নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তাদের সিটিস্ক্যান করা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহতদের বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা জানায়, তাদের উপর কয়েকজন অপরিচিত যুবকরা আক্রমণ সংঘটিত করে।
গাড়ি ভাংচুরের ঘটনায় চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী রঞ্জন সিনহা প্রকাশ্যেই জানান যে, গাড়িটি যারা ভাঙচুর করেছে এরা সকলেই শাসক দলের সমর্থক। তাদের প্রত্যেকের বাড়ি চন্ডিপুর বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায়। এই ঘটনায় কৈলাসহর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ReplyForwardAdd reaction |