আগরতলা, ২৫ জুন: চা বাগানে দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। আজ তাঁরা কৈলাসহর মনুভ্যালি চা বাগানের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে কৈলাশহর থানার অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় দুষ্কৃতিকারীরা তান্ডব চালিয়েছেন। জগন্নাথপুর চা বাগানে কৈলাসহর মহকুমার আরোও চারটি চা বাগানের শ্রমিকরা এসে কাজ করেন। জগন্নাথপুর চা বাগানটি লক্ষ্ণী চা কোম্পানির অধীনে চলছে। সারা রাজ্যে চা কোম্পানির ছয়টি চা বাগান রয়েছে।

