নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): নিট ও নেট পরীক্ষায় অনিয়ম ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “এটা নতুন কিছু নয়, এটা বিজেপির নতুন পন্থা।”
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, “আপনি যদি ইতিহাস দেখেন, বিজেপি নিজেদের লোকজনকে খুশি করার জন্য পেপার ফাঁস করে। উত্তর প্রদেশে এটি অনেক বড় ইস্যু, এখন তা দিল্লিতে এসে পৌঁছেছে। তাঁরা কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।”