আগরতলা, ২৩ জুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কুইন আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন ৫০০ কেজি কুইন আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার হর্টিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. দীপক বৈদ্য।
এদিন তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। সব সময় চেষ্টা করা হয় যেন প্রতীক হিসেবে কিছু মাধ্যমে বিনিময়ের দ্বারা এই সুসম্পর্ক বজায় থাকে। রাজ্যের কুইন জাতীয় আনারস এমনই একটা মাধ্যম। জিআই ট্যাগ প্রাপ্ত এই আনারস বিশ্ব বিখ্যাত। রাজ্যের এই সুস্বাদু ফল শুভেচ্ছা হিসেবে প্রেরণের মাধ্যমেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এদিন তিনি আরো জানান , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০০ বাক্স কুইন আনারস বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রতিটি বাক্সে ৬ টি করে আনারস রয়েছে। মোট ৫০০ কেজি আনারস পাঠানো হয়েছে। প্রতি আনারসের ওজন প্রায় ৭৫০ গ্রাম।