নদিয়া, ২৩ জুন (হি.স.): স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার অন্তর্গত পিঁপড়াগাছি এলাকায়। শনিবার রাতে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৃহবধূ লক্ষ্মী দাসকে (২৬)। খুনের অভিযোগে স্বামী অতুল দাসকে চাপড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। গৃহবধূর বাপের বাড়ি ভীমপুর থানার এলাঙ্গীতে।
স্থানীয় সূত্রের খবর, দশ বছর আগে পিঁপড়াগাছির অতুল দাসের সঙ্গে লক্ষ্মীদেবীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে লক্ষ্মীদেবীর বাপের বাড়ির লোকজনের অভিযোগ। সেই কারণেই লক্ষ্মীদেবী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ বাপের বাড়ির লোকজনের।