রাঁচি, ২৩ জুন (হি.স.): ঝাড়খণ্ডের জেএমএম সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কথায়, ঝাড়খণ্ড সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, এ বার রাজ্যে সরকার গড়বে বিজেপি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ঝাড়খণ্ড সরকার দুর্নীতিগ্রস্ত এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।
ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতির কথা উল্লেখ করে শিবরাজ সিং চৌহান বলেছেন, ঝাড়খণ্ডকে খারাপ শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে আলোচনা হয়েছে। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কর্মপরিকল্পনার কথা বলতে গিয়ে চৌহান বলেন, “এখন আমরা চাই ঝাড়খণ্ডকে খারাপ শাসন থেকে মুক্ত করা হোক। এই বিষয়ে, আমরা দীর্ঘ আলোচনা ও বৈঠক করেছি।”
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে, শিবরাজ বলেছেন, “এটি গণতন্ত্র যেখানে আমরা কিছু আসন জিতেছি এবং কিছু হারাতে পারি। তবে সামগ্রিকভাবে, বিজেপি সর্বোচ্চ ভোটের শতাংশের সাথে সর্বাধিক ভোট শেয়ার অর্জন করেছে।”