কল্যাণপুরে আন্ত্রিকের থাবা, ময়দানে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ জুন: হঠাৎ করে জ্বর, বমি সহ পেটের অসুখ সংক্রান্ত সমস্যার প্রাদুর্ভাব হয় এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যে ১০ থেকে ১২ টা পরিবারের প্রায় ২৫ থেকে ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। এরপর তড়িঘড়ি হাসপাতাল মুখো হলে পরে আপাতত পরিস্থিতি সার্বিক নিয়ন্ত্রণে থাকলেও গোটা বিষয় যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে।

ঘটনাটি সংঘটিত হয়েছে কল্যাণপুরের শান্তিনগর গ্রামের আশ্রমপাড়ায়। জানা গেছে গতকাল রাত থেকেই সংশ্লিষ্ট এলাকায় প্রায় প্রতিটা বাড়িতেই উপরে উল্লেখিত সমস্যাগুলোর প্রাদুর্ভাব হতে শুরু হয়। এরপর একে একে হাসপাতালে ভর্তি হতে হতে শেষ সংবাদ পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন।

গোটা ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। হাসপাতালে অবস্থানকালে বিধায়ক শ্রী দাস চৌধুরী হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের সাথে কথা বলেন পরিজনদের আশ্বস্ত করেন এবং সর্বোপরি চিকিৎসকসহ চিকিৎসা কর্মীদের কাছ থেকে গোটা বিষয়ে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়ক দাবি করেছেন যে সমস্যা সামনে এসেছে তা নিরসনের জন্য প্রশাসন সর্বোপরি নিয়োজিত রয়েছে। আগামী দিনে চিকিৎসকদের সাথে কথা বলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট এলাকা সহ সন্নিহিত এলাকাগুলোর মধ্যে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে এমনটাই দাবি করেন বিধায়ক। পাশাপাশি তিনি জানিয়েছেন যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, তবে বিধায়ক দাবি করেছেন গোটা বিষয়ের প্রতি প্রশাসন তীক্ষ্ণ নজর দিয়ে রেখেছে যাতে করে এই সমস্যা তীব্র আকার ধারণ করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *