খড়গপুর, ২৩ জুন (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে ডাম্পারের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। রবিবাসরীয় সকালে তীব্র যানজট হয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুরে। মৃত ব্যক্তির নাম – হরিপদ রাউত (৬৮)। তাঁর বাড়ি মেদিনীপুরের অরবিন্দনগরে। পেশায় তিনি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রবিবার সকালে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই চিকিৎসকের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গ্রামীণ থানা এলাকার মোহনপুরে। ঘাতক ট্রাকে ভাঙচুর চালানোর অভিযোগ উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।