নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): রবিবার ফের হল সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি। পরীক্ষায় বসেছেন ১৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৩ জন। রবিবার পরীক্ষা শেষে এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই তালিকায় রয়েছেন প্রথম দশে থাকা টপাররাও। দুপুর ২ টো থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বিকেল ৫.২০ পর্যন্ত। জানা গেছে, ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুন।
উল্লেখ্য, প্রথম নিট পরীক্ষায় যাঁরা গ্রেস মার্কস পেয়েছেন তাঁরাই এই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বিস্তর জলঘোলা হয় দেশজুড়ে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রশ্ন ফাঁস বা অন্যান্য ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন।