প্রাণ হারালেন আরও ৩ জন, কাল্লাকুরিচিতে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৫৬

চেন্নাই, ২৩ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার সকাল পর্যন্ত মৃত্যু বেড়ে ৫৬-তে পৌঁছেছে। রবিবার সকালে কাল্লাকুরিচি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন, তাঁদের মধ্যে ৭ জন মহিলা। বিগত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৬-তে পৌঁছেছে। রবিবার সকালেই একজনের মৃত্যু হয়েছে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত ৩১ জন মারা গিয়েছেন। সালেমের সরকারি মোহন কুমারমঙ্গলম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন; সরকারি ভিল্লুপুরম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ জন এবং তিনজন পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *