আগরতলা, ২২ জুন: অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবার এবং সমাজের মঙ্গল কামনাতে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন।
প্রসঙ্গত, অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। অম্বু অর্থ জল এবং বাচী অর্থ বসন্ত। শাস্ত্রমতে অম্বুবাচী মানে নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর জুন মাসে অম্বুবাচী উপলক্ষ্যে মা কামাখ্যার মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। দেশ বিদেশে থেকে সাধু সন্তরা আসেন। সারা দেশব্যাপী চারদিন বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দরা পূজার্চনা করে থাকেন। বিশেষ করে মহিলারা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় পূজার্চনা করেন।
আগরতলার লক্ষ্মীনারায়াণ মন্দিরে ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে এই চারদিন। স্বামীর মঙ্গলার্থে চার দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো এবং মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন।