নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার নতুন দিল্লিতে পণ্য পরিষেবা কর পরিষদ- জিএসটি কাউন্সিলের ৫৩ তম বৈঠকে সভাপতিত্ব করেছেন। নতুন সরকার গঠনের পর এই প্রথম বৈঠকে বসেছে জিএসটি কাউন্সিল।
পাশাপাশি এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন। ২০২৪-২৫-এ কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত এবং পরামর্শ লাভের উদ্দেশ্যে এই বৈঠক। নতুন দিল্লির ভারত মন্ডপমে আয়োজিত এই বৈঠকে মন্ত্রীরা ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট অংশীদাররা যোগ দেন।