আগরতলা, ২২ জুন।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে ইচ্ছুক প্রেসক্লাবের সদস্যদের ২৭ জুনের মধ্যে প্রেসক্লাবে দায়িত্বপ্রাপ্ত স্টাফ প্রদীপ দাস-এর কাছে নাম জমা দিতে বলা হচ্ছে। উল্লেখ্য, এই প্রীতি ফুটবল ম্যাচ থেকে আগরতলা প্রেসক্লাবের এবারকার ফুটবল টিম গঠন করা হবে। বলা বাহুল্য, আগামী ১৪ জুলাই বিগত বছরের মতো এবারও ইন্টার সাব ডিভিশনাল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিটি সাব ডিভিশন প্রেসক্লাবকে ৩০ জুনের মধ্যে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে-র সঙ্গে যোগাযোগ করে নাম নথিভূক্ত করতে অনুরোধ জানানো হচ্ছে।
2024-06-22

