BRAKING NEWS

বিবাদী বাগে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে

কলকাতা, ২২ জুন (হি.স.): মহানগরীতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন লাগার পর ওই বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে বলে জানা গিয়েছে।

৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আগুন লাগে ভোররাতে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয় আগুন নেভাতে। কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *