কলকাতা, ২১ জুন (হি. স.): রাজ্য জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। দেশের দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাজ সাজ রব।বিশ্ব যোগ দিবস পালনে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মালদা সহ একাধিক জেলায় উৎসাহের সাথে পালিত হল দিনটি।
শুক্রবার ভোর থেকে বর্ধমানের বিভিন্ন জায়গায় শুরু হয় যোগানুশীলন কর্মসূচি। এদিন সকালে যোগ চর্চার আয়োজন করা হয় বর্ধমানের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন শিক্ষক শিক্ষিকারা। জেলার পূর্বাংশেও সাড়ম্বরে পালন হয় দিনটি।
শুক্রবার সকালে ১১০ জন শিক্ষার্থী এবং যুবকদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল মালদার বামনগোলা হাই স্কুল মাঠে। অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা ছিল ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ মালদার নেহেরু যুব কেন্দ্র এবং ডাকাত পুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাব। মালদায় এদিন যোগা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে এদিন সকাল থেকে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। সরকারি ও বেসরকারি নানা সংস্থার উদ্যোগে রাজ্যে অনুষ্ঠিত হয় যোগ বিষয়ক অনুষ্ঠান। যোগ দিবসে সতীর্থদের নিয়ে অংশ নিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-ও।