আগরতলা, ২১ জুন: শুক্রবার ১০ তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো উত্তর জেলা সদর ধর্মনগরে। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, মন্ডলের সভাপতি শ্যামল নাথ, উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী , সিএমও, শিক্ষা অধিকর্তা এবং খেলা ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রকের অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আজকের এই দশতম আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন যোগ চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ করে রাখার হচ্ছে একমাত্র মাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 76 বছর বয়স সম্পূর্ণ ফিট এবং কাজে আত্মনিয়োগী। অধ্যক্ষ যোগের মাধ্যমে ৭১ বছর বয়সে অনেকটা ফিট কিন্তু মোদির মত এত কম সময় ঘুমিয়ে শরীরকে তিনি ফিট রাখতে পারছেন না। কারণ মোদি দীর্ঘ বছর যোগের মাধ্যমে শরীরকে ফিট রেখেছেন।
যুবক যুবতীদের উদ্দেশ্যে বলেন মোবাইল এবং সামাজিক মাধ্যম ছেড়ে খেলাধুলা এবং শরীরচর্চার মাধ্যমে আত্মনিয়োগ করতে। বড়দের কথা শুনতে এবং অমান্য না পড়ে তাদেরকে শ্রদ্ধার সাথে বরণ করে নিতে। আজকে এই অনুষ্ঠানে প্রায় ১১০০ মানুষ যোগদান করেছে তার মধ্যে খুব বেশি হলে ১০০ জন যোগ চর্চায় নিয়োজিত। বেশিরভাগ যারা যোগ দেখাবে তাদের বয়স ১২ থেকে ১৫ বছর। কিন্তু 18 বছরের বা ২৫ বছরের ছেলেমেয়েরা যোগ থেকে নিজেদেরকে সরিয়ে মোবাইল এবং ফেসবুকে ব্যস্ত করে রেখেছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলেন খুব ভোরে ঘুম থেকে উঠতে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পাশাপাশি শরীরচর্চা অব্যাহত রাখতে। সবাই একদিন মারা যাবে কিন্তু সুস্থ অবস্থায় মারা যাওয়ার একমাত্র পথ হচ্ছে যোগ চর্চা। অসুস্থ হয়ে মারা যাওয়ার চেয়ে সুস্থ থেকে মারা যাওয়া অনেক বেশি শ্রেয় বলে তিনি বর্ণনা করেন। দলে দলে মানুষকে যোগ চর্চার প্রতি আসক্তি বাড়ানোর জন্য পরামর্শ দেন। এতে যেমন শরীর ও মন সুস্থ থাকে তেমনি পরচর্চা পরনিন্দা এবং শান্তির প্রকৃত পরিবেশ খুঁজে পাওয়া যায়।