ধলাই জেলার ছামনু গ্রামীণ ব্যাংকের পরিষেবা বন্ধ,  দুর্ভোগের শিকার গ্রাহকরা

আগরতলা, ২১ জুন: ধলাই জেলার ছামনু গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ছামনুগ্রামীন ব্যাঙ্ক গ্রাহকরা প্রায় দুর্ভোগের শিকার হচ্ছেন বলে গ্রাহকদের অভিযোগ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রায় সময় সার্ভার ডাইন থাকে যার ফলে ব্যাঙ্ক কর্মীরা কোন কাজ কর্ম করতে পারেন না। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার এত ই ব্যয়াল অবস্হা যে, ইন্টারনেট পরিষেবা না থাকলে কর্মী দের হাত গুটিয়ে বসে থাকতে হয়। থালছড়া, গোবিন্দবাড়ি,নাতিনমনু,রাজধর,মালিধর,সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে উপজাতি, অংশের মানুষ আসেন টাকা তোলার জন্য, কিন্তু মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই ইন্টারনেট পরিষেবা সারাদিন ই বন্ধ ছিল,যার ফলে ব্যন্কে কোন কাজ কর্ম বা লেনদেন কিছুই হয়নি।

দুরদুরান্ত থেকে আসা উপজাতিরা আসা যাওয়ার গাড়িভাড়া,খাওয়া দাওয়া বাবদ চারশো পাঁচশো টাকা খরচ করে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়। সকাল আটটা থেকে ব্যন্কের দরজার সামনে দাঁড়িয়ে থেকে,পরে খালি হাতে ফিরে।এই ঘটনা শুধু মাত্র দুই দিন নয়,আর বহু বার হয়েছে। ব্যাঙ্ক কর্মীরা অসহায় এর মতোই বসে থাকা ছাড়া কোন উপায় নেই।তাই এলাকার জনগনের কথা চিন্তা করে ইন্টারনেট পরিষেবা যাতে ভালো করা হয়,তার জন্য স্থানীয় মানুষের  উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি। প্রত্যন্ত এলাকা থেকে সত্বর,আশি কিমি যাতায়াত করে এসে যাতে খালি হাতে ফিরতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *