নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২০ জুন: বন্য হাতির তান্ডবে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী এলাকায়। আহত ও জনজাতি ব্যক্তি কৃষক বলে জানা গেছে। তার নাম পারেন্দ্র দেববর্মা (৬৫)। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে এদিন ভোরে পারেন্দ্র দেববরমার বাড়ির কাছে ওই বন্য হাতিটি আসে। প্রাণ বাঁচানোর জন্য পরিবারের প্রত্যেকের ছুটে পালান। তখনই পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন ওই ব্যক্তি।