আগরতলা, ২০ জুন: গতকাল বিকেলে আগরতলা রেলস্টেশন থেকে জিআরপি এবং আরপিএফের যৌথভাবে ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।
ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল বিকেলে আগরতলা- শিলচর ট্রেন দিয়ে যাবার সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৪১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, ধৃত যুবক খোয়াই জেলার তবলা বাড়ির বাসিন্দা রাহুল দে (২৫)। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

