সুখ দয়ালের জোড়া গোল, বিএসটি-কে হারিয়ে ৩ গোলে দুরন্ত জয়ে জম্পুইজলার লীগ সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।‌ তিন গোলে দুর্দান্ত জয়। নিজেদের প্রথম ম্যাচে দারুন একটা জয় দিয়েই লীগ সূচনা করেছে জম্পুইজলা প্লে সেন্টার। টিএফএ আয়োজিত সি-ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে এ-গ্রুপের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার বুধবারে ৩-০ গোলের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করেছে। ‌ উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিনথেটিক মাঠে বুধবার বেলা তিনটার ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার খেলার প্রথমার্ধেই অনেকটা আক্রমণাত্মক খেলে এক-শূন্যতে লিড নেয়। খেলার ত্রিশ মিনিটের মাথায় প্রথম গোলটি হয় সুখ দয়াল জমাতিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধে জম্পুইজলা প্লে সেন্টারের ছেলেরা আক্রমণের ধার বজায় রেখে খেলে। পক্ষান্তরে ইউনাইটেড বিএসটি-র ফুটবলারদের আক্রমণ ভাগ এবং রক্ষণভাগ দুদিকেই কিছুটা হলেও ঘাটতি ধরা পড়ে। খেলার ৭৯ মিনিটের মাথায় জম্পুইজলা কিষান দেববর্মা একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। ১০ মিনিট বাদে ফের আক্রমণের মধ্যে থেকে সুখ দয়াল তার দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করে। কার্যত সেটাই চূড়ান্ত হয়। সার্বিক খেলায় অসদাচরণের দায়ের রেফারি বিজিত ইউনাইটেড বিএসসি-র একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, চিরঞ্জীত দেববর্মা ও লিটন সাহা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে গ্রুপ এ-র শিমনা তামাকারী ফুটবল ক্লাব বনাম পান্তই স্পোর্টিং সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *