করিমগঞ্জে জুলাই মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার চাল বরাদ্দ

করিমগঞ্জ (অসম) ১৯ জুন (হি.স.) : করিমগঞ্জে জুলাই মাসে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে পিএমজিকেএওয়াই বা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যেের চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনায় রেশন কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে করিমগঞ্জের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।