আগরতলা, ১৯ জুন: আজ প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষ রূপন কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেসের তরফে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষ রূপন কর্মসূচি পালন করা হয়েছে।