সৌদি, ১৯ জুন (হি. স.): মাস খানেক আগে অকাল বন্যায় ভেসে গিয়েছিল আরবের পবিত্র ভূমি মক্কা, মদিনা। এবার তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রায় ৫২ ডিগ্রির ভয়ংকর গরমে হজ যাত্রায় গিয়ে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জন পুণ্যার্থীর। পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। ছড়াচ্ছে দুর্গন্ধ।
বুধবার আরব বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মক্কার বড় মসজিদে মঙ্গলবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সৌদি আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে। যাঁরা গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়াও ইতিমধ্যেই প্রায় দু’হাজার জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি আছে যা বাইরে করতে হয়। রাস্তার ধারে এই অবস্থায় অনেককে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, এ বছর আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী গেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। অনেকে অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই আসেন। ফলে তাঁদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না। জানা গেছে, মৃত ৫৫০ হজযাত্রীর মধ্যে বেশিরভাগই মিশরের। হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানকার সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। মৃতদেহের ভিড়ে তা কার্যত ভরে গিয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ।