আমবাসা উপনগর নাকা পয়েন্টে আট লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা ১৯ জুন: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা উপনগর নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে আট লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে বিপুল পরিমাণে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে। রেল পথের সাথে পাল্লা দিয়ে সড়ক পথে শুকনো গাঁজা পাচার করা হচ্ছে। ইদানিং কালে পুরুষদের সঙ্গে মহিলারাও পাচার বাণিজ্যে হাত পাঁকা করছেন। এরই মধ্যে আমবাসা থানা এলাকায় জাতীয় সড়কে দুটি নাকা পয়েন্ট রয়েছে। একটি বেত বাগান এলাকায়, অন্যটি উপনগর এলাকায়। আগরতলা থেকে  আমবাসা হয়ে বহিরাজ্যে আসা যাওয়ার সময় উপনগর এবং বেত বাগান এলাকায় ছোট বড় সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হয়।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ গণ্ডাছড়া হয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আমবাসায় জাতীয় সড়ক উপনগর নাঁকা পয়েন্টে ধরা পরে গাঁজা বোঝাই একটি বিলাসবহুল গাড়ি। ডাব্লিউ বি০২ এএইচ৩১৭২ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে নাকা পয়েন্ট এর পুলিশ কর্মীরা শুকনো গাঁজা উদ্ধার করে। সঙ্গে গাড়ির চালক বিজন দাস(২৩)কে আটক করা হয়। তার বাড়ি উদয়পুর। 

তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আট লক্ষাধিক টাকা। ধৃত চালক বিজন দাসকে আজ আমবাসা থানার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *