আগরতলা, ১৯ জুন: রামনগর বিধানসভার কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার। বিধানসভার লবিতে বিধায়ক দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রতন চক্রবর্তী, মন্ত্রী সুশান্ত চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা বলেন, নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের সফল কার্যকালের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিন তিনি বলেন, জনসেবার এই মহতী কর্মে তাঁর আগামী দিনগুলো সাফল্যমন্ডিত হয়ে উঠুক এই কামনা করেন।এদিন মুখ্যমন্ত্রী ষ্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী সভার সম্প্রসারণ হচ্ছে না এবং এ বিষয়ে কোন সিদ্ধান্ত ও নেওয়া হয়নি।
এদিন শপথ বাক্য পাঠ করে বিধায়ক দীপক মজুমদার বলেন, আজ থেকে রাজনীতি জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। বিধায়ক হয়ে রামমগরবাসীর জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এদিন তিনি আরও বলেন, রাজ্যের আইনসভার সদস্য হিসেবে রামনগর তথা গোটা রাজ্যের সামগ্রিক বিকাশের দায়িত্ব সম্পাদনে কোনরকম কার্পণ্য রাখবেন না।