আগরতলা, ১৮ জুন: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরা জুড়ে সন্ত্রাস অব্যাহত রয়েছে। তাই দুর্বৃত্তদের শাস্তি দাবিতে পুলিশ মহা নির্দেশকের সদর কার্যালয়ের সামনে সিপি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
পশ্চিম জেলার সেক্রেটারি রতন দাসের অভিযোগ, গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সিপিএম কর্মীদের উপর আক্রমণ করে চলছে। বিশেষ করে জিরানিয়া, আমতলী, শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে সিপিএমের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু পুলিশ আধিকারিকরা নিরব ভূমিকা পালন করছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।