BRAKING NEWS

নির্ধা‌রিত দিনে বরাক চা শ্রমিক ইউনিয়‌নের নির্বাচ‌নের প‌ক্ষে সায় ইচা‌বি‌লের শ্রমি‌কুলের

লোয়াইরপোয়া (অসম), ১৮ জুন (হি.স.) : ঘ‌নি‌য়ে আস‌ছে বরাক চা শ্রমিক ইউনিয়‌নের সাধারণ নির্বাচ‌নের দিনক্ষণ। ইতিম‌ধ্যে চা শ্রমিক ইউনিয়‌নের নির্বাচনকে কেন্দ্র করে স্থা‌নে স্থা‌নে ঘনিষ্ঠ প্রার্থীদের পক্ষে ভোট দিতে শুরু হ‌য়েছে নীরব প্রচার।এতে বি‌ভিন্ন বাগান পঞ্চা‌য়ে‌তে দেখা দি‌য়ে‌ছে ফাটলও।

একাংশ রাজ‌নৈ‌তিক নেতা‌দের প‌রোক্ষ মদ‌তে শ্রমিক‌দের ম‌ধ্যে বিভাজ‌নের বীজ বপ‌নের অভিযোগ উঠেছে।শ্রমিক‌দের স্বা‌র্থে গ‌ঠিত শ্রমিক ইউনিয়‌নে ল‌বিজ‌মের হাতছা‌নি‌কে অনেকে ভা‌লো নজ‌রে দেখ‌ছেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মে মাসের ৯ তারিখ বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইচাবিল বাগান পঞ্চায়েত নির্বাচনের জন্য স্থানীয় রাজু কুর্মি ও উত্তম রবিদাস তাঁদের দুই গ্রুপের মধ্যে মোট ২২ জন সদস্য ম‌নোনয়ন জমা দেন।তখন লোকসভা নির্বাচ‌নী আদর্শ বি‌ধি জা‌রি থাকায় বাগান পঞ্চা‌য়েত নির্বাচন সম্ভব হয়‌নি।

পরব‌র্তীতে আগামী ‌২৩ জুন বাগান পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ধার্য হয়। এরই ম‌ধ্যে বরাক চা শ্রমিক ইউনিয়নকে বদনাম করার জন্য জনৈক নেতার ইশারায় এক‌টি গ্রুপের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।
বর্তমা‌নে তাঁরা বাগান পঞ্চায়েত নির্বাচনে বাগড়া দি‌চ্ছেন ব‌লে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ইচা‌বিল বাগা‌নের উত্তম রবিদাস তাঁর সমর্থকদের সঙ্গে নি‌য়ে এক সাংবা‌দিক স‌ম্মেলন ডে‌কে জানান, তাঁরা নির্ধা‌রিত দি‌নে বরাক চা শ্রমিক ইউনিময়‌নের নির্বাচ‌নের প‌ক্ষে। এ ব্যাপা‌রে তাঁরা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালা, সাধারণ সম্পাদক তথা অসম চা নিগম–এর চেয়ারম্যান রাজদ্বীপ গোয়ালার হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন।

তাঁর কথায়, বরাক চা শ্রমিক ইউনিয়ন সম‌য়ে সম‌য়ে শ্রমিক‌দের স্বা‌র্থে কাজ ক‌রে চ‌লে‌ছে। শ্রমিক‌দের নানা সমস্যা সহ দৈ‌নিক হা‌জিরা ২২৮ টাকা করার দা‌বি‌তে গত ২২ এপ্রিল, অসম চা নিগম–এর চেয়ারম্যান রাজদ্বীপ গোয়ালা চা নিগম–এর ম্যানেজিং ডিরেক্টর রাকেশ আগরওয়ালা সহ শ্রমিক নেতা‌দের স‌ঙ্গে নি‌য়ে মুখ্যমন্ত্রীর স‌ঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ক‌রেন।
মুখ্যমন্ত্রী সবুজ সং‌কেত দি‌য়ে রে‌খে‌ছেন। যা আগা‌মীতে কার্যক‌র হবে ব‌লে আশা ব্যক্ত করেছেন উত্তম রবিদাসরা।তাই নির্ধা‌রিত সম‌য়ে বরাক চা শ্রমিক ইউনিয়‌নের নির্বাচন অনু‌ষ্ঠিত ক‌রে শ্র‌মিক ঐক্য মজবুত কর‌তে স্থানীয়রা জেলাশাসক, সার্কল অফিসার সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের দৃ‌ষ্টি কামনা ক‌রেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *