খুশির হাওয়া সাব্রুমে, প্রায় ১৪০ যাত্রী নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওয়ানা

আগরতলা, ১৮ জুন: আজ খুশির হাওয়া বইছে সাব্রুমে। বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আজ সাব্রুম থেকে প্রায় ১৪০ জন যাত্রী নিয়ে শিয়ালদহর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

আজ সকাল ৬ টা ২০ মিনিটে সাব্রুম থেকে শিয়ালদহর উদ্দেশ্যে রওয়ানা হয়েঋপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সাব্রুমের স্টেশন মাস্টার সবুজ পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শয়ে শয়ে মানুষ সাত সকালে সাব্রুম রেলস্টেশনে উপস্থিত ছিলেন।