BRAKING NEWS

রাজ্যে ৪১৪ জন মেডিক্যাল অফিসার নিয়োগে মন্ত্রিসভায় সিলমোহর

আগরতলা, ১৮ জুন : রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে ত্রিপুরা সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তাই মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে ২২৬ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (জিডিএমও)পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুইটি পর্যায়ের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে টিপিএসসি নিয়োগ করবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন পর্যটনমন্ত্রী জানিয়েছেন, তাছাড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ১৬ টি সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ১৭২ টি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।রাজ্যের সবকটি পরীক্ষার ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক বলেন তিনি। দুইটি পর্যায়ের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে টিপিএসসি নিয়োগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *