গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : নিউ জলপাইগুড়ির কাছে শিয়ালদহ-সাব্রুম ১৩১৭৪ নম্বর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুৰ্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফিশিয়াল সোশাল মিডিয়া এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক সংঘর্ষ অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুৰ্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শোকাহত পরিবারের প্রতি আমি গভীর মর্মবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।’
এছাড়া মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অসম সরকার প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে।