BRAKING NEWS

গঙ্গা দশেরায় শুভেচ্ছা সুকান্তর

কলকাতা, ১৬ জুন (হি. স.): প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয়। রবিবার সেই বিশেষ তিথি। সেই উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন টুইট করে বলেন, নমামি গঙ্গে। পবিত্র গঙ্গা দশেরা উপলক্ষ্যে আমরা মা গঙ্গার দেবত্বকে সম্মান জানাই এবং তাঁর সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় রাখার শপথ নিই।

উল্লেখ্য, এদিন দেশজুড়ে গঙ্গা দশেরা উৎসব পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *