আগরতলা, ১৫ জুন: মধুপুর থানার পুলিশ ও সীমন্ত রক্ষী বাহিনী যৌথভাবে কমলাসাগর বিধানসভার কোনাবন হরিহরদুলা এলাকায় অভিযান চালিয়ে বিলেতি মদ উদ্ধার করে। সাথে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে টিআর০১এএস০২৯৬ নম্বরের একটি মারুতি ওমনি গাড়ি আটক করে এবং গাড়ি থেকে কাটুন ভর্তি বিলেতি মদ উদ্ধার করে। সাথে গাড়ির চালক আকাশ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি হরিহর দুলা বলে জানা গেছে।
মধুপুর থানার সেকেন্ড ওসি অনিমেষ পাল জানান, পুলিশ এবং বিএসএফ দেখে গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করেছিল। আটককৃত বিলেতি মদের কার্টুন গুলি পার্শ্ববর্তী বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।